জনপ্রশাসন সংস্কার কমিশন বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আনার সুপারিশ করেছে। তারা গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয়টি বাদ দিয়ে ৬টি নতুন আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। নতুন সিলেবাসে বাংলা রচনা, ইংরেজি রচনা, ইংরেজি কম্পোজিশন, বাংলাদেশের সংবিধান ও ইতিহাস, আন্তর্জাতিক ও চলতি বিষয়াবলি, এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, প্রতিটি বিষয় থেকে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার সুপারিশও করা হয়েছে।
কমিশন আরও জানিয়েছে যে, বিসিএস পরীক্ষায় প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অর্জন করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। এছাড়া, সিলেবাসে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে ৬টি ঐচ্ছিক বিষয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার ধরণ পরিবর্তন করে অতিরিক্ত একটি ইনটিগ্রিটি পরীক্ষা নেওয়ার সুপারিশও করা হয়েছে, যা প্রার্থীদের সমস্যার সমাধান ক্ষমতা এবং মনস্তাত্ত্বিক গুণাবলি যাচাই করবে।
কমিশন মনে করে, বিসিএস পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য চূড়ান্ত ফলাফল নম্বরসহ প্রকাশ করা উচিত, যাতে প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি না হয়। এছাড়া, যেসব প্রার্থী পরপর তিনবার পরীক্ষায় ফেল করবেন, তাদের আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না বলে কমিশন সুপারিশ করেছে।